কবিতায় বলরুমে মহীতোষ গায়েন

আগুনের পরশমণি
আলোয় আলোকিত পথ হোক সুচারু…
মুক্ত বায়ু প্রসারিত হোক দিগন্তে-চরাচরে,
নবীন প্রবীণের বলে হোক মুষ্ঠিবদ্ধ শক্তি
গ্রাম,শহরে জনজীবনে সুস্বাস্থ্য আসুক।
এসো আমরা মুক্তি পথের দিশা দেখাই
পথে আসুক নির্ভয়তা,ঐক্যের জোয়ার,
আগুনের পরশমণি ছোঁয়াও গণতন্ত্রে,এসো
শিক্ষায় নৈরাজ্য,বেসরকারিকরণে সোচ্চার হই।
এসো বলি “আলো চাই,চাই মুক্ত বায়ু,চাই বল,
চাই স্বাস্থ্য,আনন্দ,উজ্জ্বল পরমায়ু;” এসো;
মুক্তিপথের দূত হয়ে সমাজে,জীবন জীবিকায়
আনি স্বস্তি,শান্তি,নিই নবজীবনের অঙ্গীকার।