ক্যাফে ধারাবাহিক গল্পে মনোরঞ্জন ঘোষাল (পর্ব – ৪)

টলি ট্যাব আবিষ্কার 

ওটির আরো একটি বিশেষত্ব আছে। ওটিতে শক্তি বিকরিত হয়ে পরিবেশে মুক্ত হতে পারবে না। এক বিশেষ বস্তুর কোট লাগানো আছে। ফলে শুধু যন্ত্রের ব‍্যয়িত শক্তি খরচ ছাড়া আর কিছুতেই শক্তি খরচ হবে না। ফলে এক খামচা মাটি দিয়ে ওটিকে চালানো যাবে বহু বছর।

সেবারে কয়লা তেল ইত‍্যাদি জ্বালানির বিকল্প খোঁজ সম্পর্কীত অধিবেশনে আমি প‍্যরিসের কনফারেন্সে ওটির সম্পর্কে প্রেজেন্টেশন দিয়ে ছিলাম। সকলে বেশ বেশ বলে বাহবা দিয়েছিল। সেই দলে ডেনিয়ল ছিল। ও আমার কাজের ভূয়সী প্রশংসা করেছিল এমন ভাবে যে আমি ওর প্রতি আবেগী হয়ে গিয়েছিলাম। তাই আমার কাছে আবদার করে ও আমাকে এই জাহাজের জন‍্য রিএক্টরটি দিতে বললে আমি দিয়ে দিয়ে ছিলাম। এখন দেখছি সেটি সঠিক পাত্রে দান হয়েছে। ও এটিকে উপযুক্ত কাজেই ব‍্যবহার করেছে।

শ্রিলংঙ্কা পেরিয়ে আমাদের জাহাজ যখন দক্ষিণ পূর্ব কর্ণারে ছুটে চলেছে তখন জাহাজের ডেকে ও আমার পাশে একটি বাইনো কুলার হাতে নিয়ে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করল। যেটি এখন কার বাচ্ছা ছেলেরা হলেও জিজ্ঞেস করত না। বলছে আমি আমার ওষুধটির নাম টলি ট‍্যাব কেন দিয়ে ছিলাম। অগত‍্যা উত্তর দিলাম-

তাকে আবার বুঝিয়ে না বললে বিপদ। কখন কোথায় কী বলে বসবে। তার পর যদি কেউ কোথা থেকে পেয়েছ বলে জানতে চায় তো একেবারে ল‍্যাজে গোবরে হয়ে পড়বে। তার ওপরে যদি আমার নামটা বলে ফ‍্যালে তো আমাকে নিয়েও টানাটানি শুরু হবে। এটিতো আমার কাম‍্য নয়। তাই একপ্রকারে নিজের গরজে তাকে সব বুঝিয়ে বললাম।

ক্রমশ……..

কেন? অসুবিধা কোথায়? আমি জিজ্ঞেস করলাম।

“কোন এক অজ্ঞাত কারণে আমার বয়ে নিয়ে যাওয়া প্রাণী গুলো ওষুধ প্রয়োগের আগেই মারা যাচ্ছে!”

তাই! কী আশ্চর্যের কথা! তা কী কী প্রাণী তুমি ওখানে নিয়ে গেছো?

“বেশ কয়েক রকম স্তন‍্য পায়ী প্রাণী। প্রথমে ইঁদুর। তার পর গিনিপিগ। তার পর খরগোশ।“

ওরা সকলেই মারা যাচ্ছে? তাকে জিজ্ঞেস করলাম।

“হ‍্যাঁ ঠিক তাই! একটি রাত্রি পেরিয়ে গেলেই পরের দিন সকালে উঠে দেখি সকলে খাঁচায় মরে পড়ে আছে!” সে কাটা কাটা ভাষায় কথা গুলো বলল।

আমি জিজ্ঞেস করলাম – তোমার কি কোন সন্দেহ হচ্ছে কারো প্রতি?

সে বলল “কিছুই ভাবতে পারছি না। দ্বীপ টি খুবই ছোট। কেউ যে গিয়ে সেখানে আত্মগোপন করে আছে এবং আমার পরীক্ষায় বিঘ্ন ঘটাচ্ছে। এমনটা মনে করা যায় না। আবার পরিবেশের প্রভাব বলতেও সাহস পাচ্ছি না অথচ ঘটনা ঘটছে!’’

বললাম পরিবেশের প্রভাবে এমন ঘটনা ঘটতে পারে না। তাহলে তুমি দিনের পর দিন সেখানে বেঁচে থাকতে পারতে না।

ঘটনা টি যে কী তাকে একটু ভাবতে হবে দেখছি! তুমি যে ঘটনার বর্ণনা দিচ্ছো। তা খুব একটা সহজ কিছু বলে মনে হচ্ছে না হে! রাতে কখনো পাহারা দিয়ে দেখে ছিলে কি? তাক জিজ্ঞেস করলাম।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।