T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন মঞ্জিরা ঘোষ

তুমি আসবে বলে
বাসি সংস্কার আর প্রথাগত অভ্যাস থেকে বেরিয়ে
আত্মশুদ্ধিকরণ আর ভালবাসার দীপ জ্বলুক ঘরে ঘরে।
জীবন থেকে সংগৃহীত আলোয়
আলোকিত হোক্ অন্তর্লোক।
যে উদাসী হৃদয় মন্দিরে উপাসনার বেদীতে
প্রতিষ্ঠিত করেছি তোমাকে
শক্তি ও প্রেমের যুগলবন্দীতে দৃশ্যমান হোক্
আলোর ঝর্ণা।
শব্দ নয়, নিঃশব্দ-অতলান্তে গভীর প্রেমের নিশান
উড়িয়ে দিলাম, চলার পথে পথে
তুমি আসবে বলে।