T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় মঞ্জিরা ঘোষ

উৎসব
আধ ফোঁটা কুঁড়ি মর্গে রয়েছে শুয়ে
সব খেলা ফেলে, ঘুমিয়েছে অভিমানী —
জননীর বুকে এক সমুদ্র শোক
কোনো কোনো শোক বিগত হয় না জানি।
সমাজ শোধনে দীপ জ্বেলে দিতে গিয়ে
যে মেয়েটি আজ আঁধার রাতের আলো–
মিছিলে, মঞ্চে, অনশনে প্রতিবাদ
সময়ের সাথে কোন্ ডাক নিয়ে এল!
ভয় ভেঙে গেছে, ঋজু শিরদাঁড়া নিয়ে
প্রতিবাদী এক শক্তি উঠেছে জেগে,
উত্থিত লাভা মনোভূমি ভেদ করে
ভেসে আসে যেন, জনজোয়ারের বেগে।
গরীবের ঘরে নিত্য অভাব তবু
দুচোখে স্বপ্ন, লড়াই রেখেছে জারি,
গাফিলতি আর অপদার্থের দোষে
মরণ সাগরে দিতে হল’ তাকে পাড়ি।
প্রকৃতিও আজ ভীষণ খেয়ালী মনে
ভাসিয়ে দিয়েছে পথ,ঘাট, লোকালয় —
প্রবল আবেগে বন্যার মাতামাতি
মৃত্যু ডেকেছে, রেখে গেছে কত ক্ষয়!
কে সামাল দেবে,কে বা নেবে দায় ভার?
শাসক যেখানে নেহাৎ ই নির্বিকার,
মানুষ কাঁদছে বয়ে বয়ে কত শোক
শহরে গঞ্জে ছেয়ে গেছে হাহাকার।
আকাশে বাতাসে বারুদের কালো ধোঁয়া
তবু উৎসব সেজেছে আলোক মালায়
আগমনী গানে মন কেমনের সুর
কবিতা আসে না, এত বিহ্বল ব্যথায়।।