ক্যাফে কাব্যগুচ্ছ তে মহীতোষ গায়েন

১| চোরনামা
চুরি হচ্ছে সুখ,শান্তি,প্রেম,দেহ ও মন;
চুরি হচ্ছে ফুল,আকাশ,নদী,উপবন…
গোপনে অজ্ঞাতে চোর করে সব চুরি
জীবনের সব তথ্য চুরি যায় ভুরিভুরি।
আশ্চর্য নীরবতা ভুবনডাঙার মাঠে…
চুরি হচ্ছে ভালোবাসা এই ভবের হাটে,
সূর্য ওঠে,সূর্য ডোবে,চাঁদ অনাবিল হাসে
জেরবার দেহমন বিপদ ঘনিয়ে আসে।
চুরি করে বাটপার আখের গোছায়
সৃষ্টি কৃষ্টি চুরি হয় মিথ্যেরা দাপায়;
সাধুরা মন্ত্র পড়ে,চোরেরা লাফায়…
সজ্জন মানুষরা চোর ধরতে ঝাঁপায়।
কে যে চোর কে যে সাধু বোঝা বড় দায়…
চোরেদের সিদ্ধিলাভ তারা শান্তিতে ঘুমায়,
বাটপার চোরেদের একদিন সাঙ্গ হবে খেলা
সমাজে আসবে সুখ,হবে শান্তি,স্বস্তির মেলা।
২| চিঠি
হাওয়ায় উড়িয়ে দিলাম চিঠি…
ফুল হয়ে খুঁজে নিক আশা,
ফিরে পাক মুক্ত ভালোবাসা।
হাওয়ায় উড়িয়ে দিলাম প্রেম…
পাখি হয়ে মেলে দিক পাখা,
স্মৃতি-পটে কষ্ট হোক আঁকা।
হাওয়ায় উড়িয়ে দিলাম সুখ..
বৃষ্টিতে মুছে যাক যাবতীয় স্মৃতি,
হে বন্ধু ! অন্য ভূমিষ্ঠ প্রেমে ইতি।
সূর্য ডুবে গেলে খাঁ খাঁ করে বুক;
অঙ্গীকার বিধৌত বৃষ্টি ভেজা মুখ
হাওয়ায় উড়াল দিল হৃদয়ের চিঠি…