ক্যাফে ধারাবাহিক গল্পে মনোরঞ্জন ঘোষাল (পর্ব – ২)

টলি ট্যাব আবিষ্কার
কেন? অসুবিধা কোথায়? আমি জিজ্ঞেস করলাম।
“কোন এক অজ্ঞাত কারণে আমার বয়ে নিয়ে যাওয়া প্রাণী গুলো ওষুধ প্রয়োগের আগেই মারা যাচ্ছে!”
তাই! কী আশ্চর্যের কথা! তা কী কী প্রাণী তুমি ওখানে নিয়ে গেছো?
“বেশ কয়েক রকম স্তন্য পায়ী প্রাণী। প্রথমে ইঁদুর। তার পর গিনিপিগ। তার পর খরগোশ।“
ওরা সকলেই মারা যাচ্ছে? তাকে জিজ্ঞেস করলাম।
“হ্যাঁ ঠিক তাই! একটি রাত্রি পেরিয়ে গেলেই পরের দিন সকালে উঠে দেখি সকলে খাঁচায় মরে পড়ে আছে!” সে কাটা কাটা ভাষায় কথা গুলো বলল।
আমি জিজ্ঞেস করলাম – তোমার কি কোন সন্দেহ হচ্ছে কারো প্রতি?
সে বলল “কিছুই ভাবতে পারছি না। দ্বীপ টি খুবই ছোট। কেউ যে গিয়ে সেখানে আত্মগোপন করে আছে এবং আমার পরীক্ষায় বিঘ্ন ঘটাচ্ছে। এমনটা মনে করা যায় না। আবার পরিবেশের প্রভাব বলতেও সাহস পাচ্ছি না অথচ ঘটনা ঘটছে!’’
বললাম পরিবেশের প্রভাবে এমন ঘটনা ঘটতে পারে না। তাহলে তুমি দিনের পর দিন সেখানে বেঁচে থাকতে পারতে না।
ঘটনা টি যে কী তাকে একটু ভাবতে হবে দেখছি! তুমি যে ঘটনার বর্ণনা দিচ্ছো। তা খুব একটা সহজ কিছু বলে মনে হচ্ছে না হে! রাতে কখনো পাহারা দিয়ে দেখে ছিলে কি? তাক জিজ্ঞেস করলাম।
সে বলল “হ্যাঁ। সেটিও করে দেখেছি। সেই দিন গুলোতেও মরে গেছে। কিছুই দেখতে বা বুঝতে পারি নি। রাতে ঘুমিয়ে পড়ার মত সব শুয়ে পড়ল দেখলাম। তার পরে দিনের আলো উঠলেও আর ওরা জেগে উঠল না!”
বেশ ভাবিয়ে তুলছো হে। বেশ ভাবিয়ে তুলছে তোমার কথা। তা ওষুধ এখানে নিয়ে এসে প্রয়োগ করলেই তো হয়?
“না। তার উপায় নেই। সদ্য প্রস্তুত ওষুধেই কাজ হবে। তবে প্রিজার্ভ করার পদ্ধতি উদ্ভাবন করতে হবে। সে পরে দেখা যাবে। আগে তো সফল প্রয়োগটা করা যাক। সেটিই করতে পারছি না!” তার কথায় কেমন যেন এক অজানা অদ্ভূত রহস্যের গন্ধ ভেসে এল। তার বলা কথা গুলো আমার মাথায় পেরেক ঠুটে যাবার মত গেঁথে গেল।
ডেনিয়লের সমস্যার কথা শুনে তার কারণ খোঁজের চিন্তা মাথায় ভর করে বসল। ওকে বললাম আজকের রাতটা আমি ভেবে দেখি। কাল সকালে যা হয় একটা উত্তর দেব।
কথা শেষ করে আমি চলে এলাম নিজের রুমে। বাড়ি ফেরার চিন্তা গেল উবে। সেখানে আরাম কেদারায় হেলান দিয়ে ভাবতে থাকলাম ডেনিয়লের সমস্যার কথা। কিছুই ভেবে উঠতে পারলাম না। কেবলই ঘুরে ফিরে মনে হচ্ছে একটি বার নিজের চোখে না দেখলে কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না। আবার এই ভাবে একা একা কাউকে কিচ্ছু না জানিয়ে বিদেশ বিভুঁইয়ে গিয়ে আবার কোন বিপদে পড়লেই হল। তবে আমি কিন্তু সব সময় তৈরী অবস্থায় থাকি। অতর্কীতে কেউ অল্প সময়ের জন্য বিপদে ফেলে দিতে পারে তবে তা দীর্ঘ মেয়াদের হতে পারবে না। রাতে অনেক ভেবে দেখলাম। ওখানে গেলেও আমার বাড়িতে একবার যেতেই হবে। সেখানের অগোছাল সব জিনিস পত্র আমাকে সামলে রেখে আসতে হবে।