|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় মহুয়া গাঙ্গুলী

প্রতিফলন

কুয়াশা জুড়ে তোমার আলাপে ;
জীবনে রেখে যাওয়াটুকু মেঘেদের ভেলায় ভাসিয়ে তাৎক্ষণিক স্মরণ !
তবু মনে রেখো এভাবেই যখন ভাসাবো ভেলা ঐ সীমানার বাইরে অতর্কিত আলে‌ :
জীবন পথের পথিকই বটে এই একখন্ড আমি ,
কতটুকুইবা জীবনের মানে খুঁজে জীবন্ত থাকতে পারি !
কথাতো সেই কথাতেই সারা আলাপী‌ একাকারে, দিনান্তে ঘন কুয়াশার টানে প্রহর গোণায় ব্যস্ততার ভিড়ে !
প্রশ্নের ভিড়ে মিশে খেই হারানোর মাঝে
অপেক্ষা শিখিয়েছিলে,
আজও অজানা তোমার যতো কিছু্‌ ঐ চোখের অন্তরীপে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।