• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে মো. দেলোয়ার হোসেন (বাংলাদেশ)

আমার কিছু বোঝাপড়া আছে

অনেকবার হাতের কাছে চুপচাপ একটি বেড়াল ঘুমোতে দেখি!
আমি সন্তর্পনে পাশ দিয়ে হেঁটে হাতের ভাগ্যরেখা খুঁজি! বেড়ালের সুখনিদ্রা আমাকে আহত করে!
যবের ছাতুর মতো মিহি দুঃখ কবিতায় ঢেলে দিলে কেউ কী বলবে- দীর্ঘায়ূ হও কবি !
বেড়াল ঘুমায় ঘুমাক, ঈশ্বরের সাথে আমার কিছু বোঝাপড়া আছে!

নির্ঘুম রাত দিয়ে পদ্য বানানো কবিরা রোজ রাতে নক্ষত্রের সাথে খুনসুটি করে
দুঃখ লুকাতে আজকাল তরুণেরা চাঁদ পেড়ে আনে আঁকশি বাড়িয়ে
তারা ভিন্নচোখে কীটস-সক্রেটিস পড়ে!
খুব বেশি দিন আর খুব বেশি রাতের যন্ত্রণা নিয়ে এখনো কিছু মানুষ আছে যারা মজ্জাতে ঘুণপোকা পোষে
আর তারা স্বপ্নে নির্বিষ সরীসৃপ দ্যাখে আর জলে ও ডাঙ্গায় বুকে ভর দিয়ে হাঁটে!
তারা যেখানে যায় যাক, আজ আমার সাথে কিছু বোঝাপড়া আছে!

মাথার কাছ দিয়ে ঈশ্বরকে যতবার চুপচাপ হেঁটে যেতে দেখি- যতবার আমি পদশব্দ শুনি ঘুমের ভেতর
আমার আঙ্গুলে শিশ্মের ডগা ঘাম আর বীর্যের অস্ফুট আর্তনাদে ফুঁসে ওঠে
আমি হেঁটে যাই আয়তের কর্ণ ধরে অতিদ্রুত পবিত্র আরশ!
ওহীর মতো চুড়ান্ত শব্দাবলি আমাকে আলেয়ার মতো আকাশ দ্যাখায়
আমার নুন-পান্তা-কাঁচা লঙ্কার দেহে ঈর্ষা জাগে, জাগে অক্ষরের আপেক্ষিক ভার!
যা হয় হোক, পায়ের নিচে মাটি চাই, চাই উর্বর-উন্মত্ত মৃত্তিকা!

অনেকবার নদীস্নানে গোপন দাগ আর কলঙ্ক ধুয়ে যেতে দেখি!
নারীর কাছে সম্ভোগসুখ ধার করে পুরুষ জয়ী, তাই আদম সহাস্যে গন্ধমে খুঁজে নেয় সংসারের দায়
চিকন কঞ্চিতে বসে মাছরাঙাও এই সুখ পান করে, ময়ূর ছড়ায় পেখম মেঘের সাক্ষাতে
তোমার বানানো চায়ে নোনতা বিস্কুট চুবিয়ে খাবার আনন্দে গন্ধম ফলের স্বাদ-ঘ্রাণ দুই খুঁজে পাই!
কবিদের ঘুমচোখে যত স্বপ্নই দ্যাখাক ঈশ্বর
আমি দেখি- তোমার স্তনে চুমুক দিয়ে কোন ছন্দে গেয়ে ওঠে আমার সন্তান!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।