কবিতায় মধুমিতা দাশগুপ্ত

সত্যি
ব্যথার মেঘেআমার বৃষ্টি ভিজছে।
অভিমানী দূরত্ব শুধু দূরের নয়-
হয়তো কাছের ও। প্রজাপতির
রেশমেকোনো প্রেমিকের গল্প।
পথের কথাগুলো পথেই থেকে যায়-
বাড়িতে আসলেই গৃহস্থ ঘরে অমঙ্গল।
তোমায় নিয়ে সাগর- গাল বেয়ে বালি
সে সব আজ অলীক সুখস্বপ্ন।
রাতে রজনীগন্ধা ছুঁয়ে দিলেই
আবার মনখারাপ- ভোরের স্বপ্ন
না কি সত্য হয়- আমিও দিব্যি দেবো
তুমিও সেদিন সত্যি হবে।