মার্গে অনন্য সম্মান মিতা দাস বিশ্বাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১১৯
বিষয় – মানসী
মনের মানসী
মনের মানসী তুমি আমার প্রেয়সী অনুরাধা,
পৃথিবীর সব ভালোবাসা হৃদয়ে আমার রয়েছে বাঁধা।
ছোট্ট বেলার খেলার সাথী ঝগড়া,আনন্দ ভাগ করেছি,
একজনের খাবার দুজনে আমরা একসাথে খেয়েছি।
তোমার ঐ ঘন চুলে দুই কাঁধে বেনুনী ঝুলিয়ে তুমি তখন সামনে দাঁড়াতে,
মহা আলোরণ উঠত জানো বেড়ে ওঠা এই হৃদয়টাতে।
খেলার সাথী থেকে কখন যে মনের মানসী হলে তুমি,
কখন যে ছোট্ট মেয়েটা হয়ে উঠেছিল বড়োই দামী।
রাতের স্বপ্নে ছেয়ে থাকতে হৃদয়ের অলিন্দে আসা যাওয়া,
একটা সময় ধ্যান জ্ঞান ছিল কেমনে তোমাকে হবে পাওয়া।
মনের মানসী হৃদয়ের রাণী,তার স্থান আঁখি পল্লবে,
তোমার সান্নিধ্যের ইচ্ছে বুকে সারাটা জীবন কম হবে।