মার্গে অনন্য সম্মান মিতা দাস বিশ্বাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৫
বিষয় – প্রিয় মানুষ
বাবা
আমার জানা সেই মানুষটি পৃথিবীর শ্রেষ্ঠতম,
সেই মানুষটি আমার আদর্শ আমার প্রনম্য।
জন্মলগ্নের শুভক্ষণে তার চোখের কোণে জল ,
বলেছিল বুকে চেপে লক্ষ্মী মা আমার ঘরে আমার চল।
নুপুর পায়ে পড়িয়ে বলেন গোটা বাড়ি হেঁটে বেরা,
কোথায় তুই জানব আমি বাজবে তোর মলজোড়া।
টলমল পায়ে যখন টাল খেতাম আমি,
শক্ত হাত ধরত আমায় বলতো মারে তুই যে বড়োই দামী।
আমার আঙ্গুল ধরে তুই মাটিতে হাঁটা শেখ,
এই মাটিতেই পা টা মা শক্ত করে রাখ।
বিদ্যালয়ের আঙিনায় রাখছি যখন পা,
সেই মানুষটি বলেছিলেন এখানেই আছি তুই নিশ্চিন্তে যা।
পরিবারের কর্তা ছিলেন বটবৃক্ষের মতো,
দুইহাতে নিঃশব্দে সামলাতেন ঝরঝন্জা যত।
বুকভরা ভালোবাসা প্রতিটি লোকের তরে,
সর্বস্ব বিকাতেন নিজেকে নিঃস্ব করে।
আমার সেই প্রিয় মানুষ হলেন আমার বাবা,
কেড়ে নিয়েছেন আমার থেকে মৃত্যু দিয়েছে থাবা।
বাবা ছাড়া এজীবনটা রিক্ত আজ আমার,
উনি আমার ফ্রেন্ড গাইড আ্যন্ড ফিলোজফার।
ওনার আদর্শে দিক্ষিত আমি বাবার নয়নমণি,
আমার বাবা নেয় এখন কি করে মানি?
কেউ বলে না মারে তোর চোখে আমি দেখি না যেন জল,
তুই যে আমার জগদ্ধাত্রী আমার জীবনের সম্বল।
জানো বাবা জন্মদিনটা এখনো আসে প্রতিবছরের মতো,
চোখটা খুলে আদর মেখে কোনো উপহার কেউ দেয় নাতো?
কেউ বলে না বেটি আমার আমি পাশে আছি,
এখন বাবা একাকিত্বকে নিয়েই জানো হাঁটতে শিখে গেছি।