মার্গে অনন্য সম্মান মিতা দাস বিশ্বাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১২
বিষয় – পিকনিক
গরীবের বনভোজন
ও দাদা সবাই মিলে চল না একটা পিকনিক করি,
পাড়ার সব বন্ধু মিলে বনভোজনটাতো করতেই পারি।
সবাই মিলে বাড়ি থেকে চাল নেব এক মুঠো করে,
ডাল ,তেল ,নুন সব্বাই মিলে তুলব বাড়ি বাড়ি ঘুরে।
বেশি নারে দশটাকা তুলব মাথাপিছু করে,
মাংস,সব্জী আর মিষ্টি কিনব এতেই হবে আর কিছু লাগবে নারে।
ঐ নদীর ধারে বনটা আছে ঐখানেতেই পিকনিক হবে,
একটা উনুন বানিয়ে নিয়ে কাঠ কুড়িয়ে সবাই আনবে।
বাড়িতে তো হাঁড়ি ,কড়াই সবই আছে তাই নিয়ে যাব পিকনিকে তে,
আমরাই রাঁধব আমরাই খাব মাতব সেদিন আনন্দতে।
ঠিক আছে ভাই চল তবে কোমর বাঁধি একসাথে,
মিটিং ডেকে পিকনিকের কথা রাখি সেই সভাতে।
সবার উচ্ছাসে পিকনিক আজ ভরা পোষের সকালে,
খুশির লহর আজ লেগেছে সব গরীবের পালে।
কি মজা কি মজা কলাপাতায় ভাত,মাংস, মিষ্টি খাচ্ছে সবাই দেখ,
আজকের এই বনভোজনের কথা সবাই মনে রেখ।