T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় মাথুর দাস

সরস্বতী

 

যার দয়াতে বুদ্ধি খোলে বিদ্যা সরস অতি,

গোবর মাথা উর্বর হয় বোধ উর্দ্ধমুখী ;

আজকে করি তারই পূজা, দেবী সরস্বতী,

তারই আশীষ চেয়ে হই মনে সর্বসুখী ।

 

সারা বছর বই পড়ি না, লেখার গরজ নেই,

হই চই আর খেলাধূলায় সময় কাটে বেশ ;

পাঠ্য কিছুই থাকে না মনে, চলতে থাকে সেই

মনের মধ্যে টিভি এবং ভিডিও গেমের রেশ ।

 

ভক্তি যত উপচে পড়ে এলেই পুজোর বেলা,

অঞ্জলি দিই চুপটি করে, মনে যে হাঁসফাঁস ;

চলছে যেমন চলবে তেমন ফাঁকিবাজি খেলা,

মা সারদা, শুধু পরীক্ষাটি দাও করিয়ে পাস ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।