কবিতায় মধুমিতা ধর

যাপন শেষে
রাত্রি ধীরে রাত্রিতর হয়
অপেক্ষার বাস নদীতটে
যেতে হবে ,দুলে ওঠে তরী
আরশি কাঁপে হাওয়ার ঝাপটে।
সময়ের গতিপথ জুড়ে
নিত্য শুধু ভাঙা আর গড়া
আনন্দের পদতলে কাঁদে বিষাদের মালা এক ছড়া।
রাতুল চরণ ফেলে ফেলে
নিঃশব্দে কার বিচরণ
কুয়াশায় আচ্ছন্ন চারিদিক
দৃষ্টি হারায় দু’নয়ন।
প্রান্তিক সূর্যের ছায়া
আঁধারের বাতুলতা যেন
স্বপ্নের শেষে জেগে ওঠা
শেষ ঘুম ভাঙেনা কখনো।
রোদ্দুরে নিকোনো উঠোন
অবেলায় পাখীদের ভীড়
যাপনের তোলপাড় শেষে
গহন রাতেতে একা তীর।