কবিতায় মধুমিতা ধর

সব অনুভব
বুকের মাঝে ক্লান্ত নদীর ফল্গুধারা
তবুও জীবন খরস্রোতায় বইতে জানে
নোঙর করা নৌকা আবার ভাঙবে যে ঢেউ
হয়ত তখন খুঁজবে জীবন অন্য মানে।
আমার কথা বলার আগেই ফুরিয়ে গেছে
শব্দ গুলো সাজছে এখন নতুন সাজে
সুখের নামে ভীষণ রকম দুঃখ গুলো
উথলে ওঠা কান্না গেলে বুকের মাঝে।
মেঘলা আকাশ বৃষ্টি নামায় রাতবিরেতে
অতর্কিতে শহর ভেজে ঘুমের ভিতর
বিদায়ী রাত স্বপ্নালু আর ঘুমকাতুরে
আকাশ ছেনে আনল টেনে আলোর চাদর।
খুঁজতে গেলে হারিয়ে যায় আদর গুলো
টুপ করে চাঁদ ঝাঁপিয়ে পড়ে জোয়ার জলে
মন মজেছে জোনাকি আর তারার মায়ায়
সব অনুভব স্বস্তি খোঁজে অন্ত্যমিলে।