কবিতায় মধুমিতা ধর

নিভৃতে
হঠাৎ হঠাৎ জীবনের চুপ মুহূর্ত গুলো
বড় বেশী বাঙ্ময় হয়ে ওঠে
ধরাচূড়ো ছেড়ে নগ্ন পায়ে
এসে দাঁড়ায় দোরগোড়ায়।
আমার তথাকথিত ভালবাসার চৌখুপীতে
যখন প্রাণহীন কিছু ফুল
জীবন্ত হওয়ার অছিলায়
বহমান সময়কে আঁকড়ে ধরে-
আমার ভাবনারা পাচার হয়ে যায়
ঘরের আনাচে কানাচে অথবা ঘুলঘুলিতে।
তবু সুযোগ পেলেই অবাধ্য টিকটিকির মত
বেরিয়ে আসে ঘুলঘুলি থেকে
হয়ত বা দেখে নিতে চায়
আমার যাপন অ-সুখ।
আমার একলা দুপুরের নির্জনতায়
অথবা কোন নিঝুম রাতের ঝুম বৃষ্টিতে,
ওরাই আবার সেতারের সাত সুরে বেজে ওঠে
আমার ভিতর বাগানে ওরা বৃষ্টি খোঁজে
তারপর কখন যেন একেকটা
মরসুমী ফুল হয়ে ফুটে ওঠে…..
ফিরে আসে আমার রূপকথার রাজ্যপাট
আর?
সেই বাঁশীওয়ালা!
দূরে বাঁশী বাজতে থাকে…..
আর বাঁশীর সরগমে একীভূত হতে থাকে
আমার ভূত, ভবিষ্যৎ, বর্তমান!!