T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় মধুমিতা ধর

আমার কবিতা
আমার কবিতা হৃদয়ের কথা বলে
আমার কবিতা জীবনের পথে চলে
আমার কবিতা শিশুর মুখের
আধো আধো বলা কথা
আমার কবিতা বেদনাহতের
উগরে দেওয়া ব্যথা।
আমার কবিতা ডানা মেলে দেয়
আকাশের পথ ধরে
আমার কবিতা জল ভরা মেঘ
বরিষণ হয়ে ঝরে।
আমার কবিতা না বলা কথার
ব্যথা ভরা অনুভূতি
আমার কবিতা বুকের মাঝারে
লুকোনো গোপন স্মৃতি।
আমার কবিতা ঘর বাঁধবার
তরে শুধু ভালবাসে
আমার কবিতা ভাঙা ঘরখানি
জুড়ে দিতে ফিরে আসে।
আমার কবিতা বারবার বলে
সর্বহারার কথা
আমার কবিতা ঝরে পড়া এক
নিদারুণ ব্যাকুলতা।
আমার কবিতা নানান সুরে
গায় সাম্যের গান
আমার কবিতা প্রেমসাগরের
দু’কুল ভাসানো বান।
আমার কবিতা প্রভাতী বেলার
পাখীদের কলতান
আমার কবিতা পরিশেষে গায়
জীবনের জয়গান।
আমার কবিতা শুধু সুখ নয়
দুঃখেরও কথা বলে
আমার কবিতা আঁধারের পথে
দীপশিখা হয়ে জ্বলে।।