দিব্যি কাব্যিতে পরিযায়ী (মলয় দাস)

হেড – টেল
অনেকদিন একা একা নির্জন গঙ্গার ঢেউ ভাঙা দেখেছি,
অনেকদিন একা একা নীরব বনপথে হেঁটেছি,
একা একাই গতি পথে হারিয়ে গেছি অন্যমনস্কতায়,
বৃষ্টির রিমঝিম শব্দের ভালোলাগা গায়ে মেখেছি অনেক বর্ষার বিষন্ন দুপুরের রাস্তায়,
গ্রীষ্মের অলসতায় স্বপ্ন বুনেছি শীতল বৃক্ষ ছায়ায়
কোনদিন কিছু মনে হয়নি এই একাকী নিঃসঙ্গতারও কোন ভাষা আছে, বিষাদ আছে,একটা তৃপ্ত সুখ আছে।
কারাগারে বন্দি সময়ের দায়িত্ববোধে কোন উন্মুক্ত জানলার সামনে বসে এইসব ছবি ভাবছি,
জানি আমিও অবসর জীবনে ফিরে পাব এই ইচ্ছের ক্যানভাসে আঁকা একঘেয়েমি জীবনের গঙ্গার ঢেউ ভাঙার শব্দ,নীরব বনপথ,বিষন্ন দুপুর,বৃক্ষ তলের শীতল নিঃসঙ্গ অন্যমনস্কতা,বর্ষার রোমান্টিক বিষন্নতা।।