সাপ্তাহিক ধারাবাহিকে মলয় দাস (পর্ব – ২)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পরিযায়ীর কথা, পরিযায়ী
মন তো হারায় ঋতুচক্রের মতো প্রতি ঋতুতে।গ্রীষ্মের দুুপুরবেলা ধোঁয়া ওঠা খাঁ খাঁ রাস্তা, বিকেল নামে কালো আকাশ ঘিরে, কালবৈশাখি ঘূরপাক খায়, ঝড় বৃষ্টি মাথায় আম কুড়োনো,বৃষ্টির শব্দ সুর তোলে টিনের চালে তারপর রামধনু আকাশ।।ঋতু পরিরর্তনের মনের ভিতর সেসব বিকেল আর ফেরে না যেমন ফেরে না বার্ধ্যকে, শৈশবের সেই বিকেলবেলা।।যেমন হারিয়ে গেছে শৈশব,কৈশোর,তারুণ্যের পাড়া,গ্রাম,মাঠ,বন্ধুরা স্মৃতির ক্যানভাস এতো দিনে ফ্যাকাশে।।যেমন হারিয়ে গেছে শীতের কুয়াশা দুপুরের খেলার মাঠ,ঝিঁঝিদের শান্ত নির্জন জল থৈ থৈ রিমঝিম বর্ষণ রাত্রির গল্প।যেমন হারিয়ে গেছে শরতের মেঘে ঢাকের শব্দ বীরেন্দ্র ভদ্রের আগমনী।।যেমন হারিয়ে যায় রঙের ভিতর স্বপ্নভঙ্গের ছোটবেলা।।
হারিয়ে যায় এভাবেই জীবন যৌবন শুধু পরে থাকা স্মৃতি খুজে ফেরে আর একবার জীবনের শেষ বিকেলে বন্ধুদের সাথে গেট টুগেদারে জন্মভূমির পথে শেষবারের মতো জাতিস্মর হতে।।