T3 ক্যাফে হোলি স্পেশাল এ মাথুর দাস

রঙের দোল

রঙ লেগেছে আগল-পাগল মন দেহে,
আর কি থাকা ঘোরলাগা সে সন্দেহে!
কত রঙ আবির আর পিচকিরি ফাগ,
আঁকছে মনে আর শরীরে বিচিত্র দাগ।
রঙীন দিনে নেই রঙহীন কেউ আজ,
চতুর্দিকেই রঙ-বেরঙী বাসন্তী সাজ।

বলছি বটে, বেজায় চটে পলাশ শিমূল,
বলল তারা পাগলপারা রঙেই যে ভুল;
রঙগুলি তো রঙই নয়, নকল মেকি,
ভালোবাসার আসল রঙ দেখাও দেখি!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।