কবিতায় মধুমিতা ধর

তোমার চোখেই
যখন তুমি আঁধার রাতে আসো
ভুলিয়ে দিতে আমার সকল ভয়
তোমার তখন রাণীর মত বেশ
তবু আমার কাটে না সংশয়।
ব্যথার মত আকাশ ভরা নীল
বুকের মাঝে অনন্ত স্তবগান
অঝোর হয়ে ঝাঁপিয়ে পড়ার আগে
তোমার নামে লিখেছি নির্বাণ।
ধ্রুপদী রাতের গায়ে মরচের আলো
দুঃখ গুলো ফুটল হয়ে ফুল
বিষাদ আমার তোমার আগুন ছুঁয়ে
ভাসায় তরী, চুরমার মাস্তুল।
বিসর্জনের বোল উঠেছে ঢাকে
উপাচার সব ঢেউ এর মাঝে লীন
আমার পরব হল সমাপন
তোমার চোখেই দেখেছি আশ্বিন।