T3 || ঘুড়ি || সংখ্যায় মহুয়া দাস

চাঁদিয়াল
সকাল থেকেই ভাবছি
মেঘের দেশে ঘুরি,
উড়তে উড়তে ভাবি
এ কোন দেশের চাবি?
তালা খুললেই নীল
নীলের সঙ্গে মিল,
মেঘে মেঘে আকাশ
গাইছে সুরে বাতাস।
পেটকাটি চাঁদিয়াল
সোনায় মোড়া খেয়াল,
আকাশ জুড়ে রঙ
ভোঁ-কাট্টার সঙ।
কুট্টিসোনা নাচছে
ছাদে লাটাই ভর্তি,
লাল নীল সবুজেতে
মাতোয়ারা মোমবাতি।
মনের দোলায় চেপে
মেঘের দেশে ঘুরব,
হাট্টিমাটিম টিম
‘চাঁদিম হিম’ কিনব।
ঘুড়ি ঘুড়ি ঘুড়ি
চলো উড়ি উড়ি,
নানা রঙে রঙে
বাহার তোমার ঢঙে।
চলো আগল ভেঙে
আকাশে আজ উড়ি,
তোমার সঙ্গে সঙ্গে
উড়ি, উড়ি, উড়ি।