|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় মহুয়া দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তহমিনা তুমি এসো
তহমিনা,পলাশ, সজীব
আর মুকুল
ওরা বাংলায় কথা বলে,
হৃদয়ের কথা যত
এই ভাষাতেই সুর তোলে।
পলাশ আর মুকুল
স্বাধীন যত
তহমিনা , সজীব
ততটা যেন নয়।
বাঁধা থাকে যত নিষেধের বেড়াজালে।
কেন নয়?
কেন নয় ভেবে ভেবে
শতক গড়ায়
সমাধান দূরে থাকে,
তবু আছে সুনিশ্চয়।
তহমিনা মনে মনে ভালোবেসেছিল
ইছামতীর ওপারের চর
হাসনাবাদের বাতাবি ফুলের গন্ধ
ওর মনে বেঁধেছিল ঘর।
কিন্তু তাতে কি হল?
কাঁটাতার গোলাপ নাকি গোলাম?
বুকের গহীনে কেটে ছড়ে
রক্ত গড়ায়।
তবু শিকল ছেঁড়ে না।
পনেরোই আগস্ট তবু আসছে।
পলাশ আর মুকুল
পতাকা আঁকে আর স্বপ্ন বোনে।
স্বাধীনতা নাকি গোলামির?
তহমিনার চোখে কালি
বাতাবি ফুলেরা মরে গেছে সেই কবে
হাসনাবাদের চর
তবু সুঘ্রাণ বয়ে আনে।
ভাসানের দিনটি
বারে বারে চোখে ভাসে
স্বাধীনতা কাকে বলে
জেনেছিল সেদিনই তহমিনা
সব যেন গেল ধুয়ে।
সজীব নাকি বিদেশ চলে গেছে
ফিরবে না কোনদিনই
তহমিনার ইচ্ছেবাতিটি নিভেছে।
সম্বল শুধু ইছামতীই।
এসেছে আগস্ট মাস
কাল তো সেই পনেরো
হাসনাবাদের চরে
পায়ের ছাপ বালিহাঁসদেরও।
তবু ওপারে যাওয়া তো যাবে না,
মেনে নিতে হয় যত বারণ।
এ তবে কিসের স্বাধীনতা?
মেনে নেওয়া চলে শুধু অকারণ!
ওপারে একটি দেশ
যে দেশের মাটিতে স্বপ্ন ছিল
তহমিনা আর সজীবের
এখন ওপাড়ের বাতাসে শুধুই
পায়েস পোড়ার গন্ধ।
স্বাধীনতা নাকি তবু হাঁটে
এপাড় ওপাড় জুড়ে
তহমিনা নামে মেয়েটির
চোখের জলের সুরে।
সুজলাং সুফলাং মলয়জশীতলাং
বন্দেমাতরম!
(তহমিনার লাশ ভেসে উঠল হাসনাবাদের চরে)
আজ পনেরোই আগস্ট।