T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মনিদীপা দাশগুপ্ত

অপ্রকাশিত অভিমান
তোমাকে ভালবাসার একশ এক রকমের
কারন জানি ___
তার মধ্যে মেশানো হয়তো কিছু ছেলেমানুষী,
ঐ যে নিয়ম মেনে বুড়ি ছোঁয়া খেলা।
আসলে নিয়ম মানা নয়
ভাঙার অনুভুতি টাই ভালবাসা।
যেমন ধরো অনেকটা কথা না দিয়েও
__ কথা রাখার মতো।