T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন মধুমিতা ধর

শ্যামাপূজা
আমার ভুবন অন্ধকারে ভরা
তোমার ভুবন আলোতে থৈ থৈ
হৃদয়ের যত ঘর অলিগলি আছে
তোমার আলোর ঝর্ণাধারায় ধুই।
হেমন্তের এই হিমেল কাতরতা
তবুও বাতাস শরৎ ছন্দে গায়
তোমার আশীষে চেতনার জাগরণ
আলো হয়ে থাক মনের মনিকোঠায়।
আজ চারিদিক সোহাগী আলোয় ভাসে
ধরণী আকাশ আলোয় উজল সব
তুমি এলে তাই কেটে গেছে বৈরীতা
আলোয় আলোয় জমে গেছে উৎসব।
ঢাকের শব্দে তোমার বোধন হোক
আনন্দ ধারায় বাজুক তব আগমনী
হৃদয়ে হৃদয়ে হয়ে যাক্ কোলাকুলি
দীপ্ত থাকুক প্রেমের প্রদীপখানি।