T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় মধুমিতা ধর

খান্ডব দহন
গাছের পাতারা একে একে খসে পড়ছে
এই তো বসন্ত এসেছে নিয়ম মেনে, এবার তো লাল রঙে ভরে উঠবে ডাল
কৃষ্ণচূড়ায় ফুল আসার আগেই গাছ বেয়ে চুয়ে পড়ছে রঙের ধারা
হাত দিতেই হাত ভরে যায় তাজা রক্তে….
অদূরে খান্ডব দহন
পৈশাচিক উল্লাস দুঃশাসন দের
বাতাস শিহরিত কিন্তু স্তব্ধ
নিশ্চিন্ততার ঘেরাটোপে দাউ দাউ আগুনের বেপরোয়া অভিযান।
মাটি খুবলে বেরিয়ে আসছে শিকড়
ঘন কালো মেঘ অযাচিত ভাবে লুট করেছে জোছনার সবটুকু আলো
পরাজিত সেনাপতিদের নির্বিকার
নিষ্ফল আস্ফালন-
মৃত মানবতার পালে হাওয়া লাগবে ভেবে পাতারা ঝরে যেতে যেতেও বাতাসের সাথে সন্ধি করে…
রক্তাক্ত শাখায় কুঁড়িরা ফুল হতে চেয়ে মাথা নত করে ব্যাতিক্রমী নৃশংসতা ও স্পর্ধার কাছে।