প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে মাথুর দাস

ভালোবাসা

চলে যাই তোমার সান্নিধ্য ছেড়ে যতদূর চলে যাই
ততদূর বিস্তৃত থাকে তোমার দৃষ্টির পরিধি,
সময়ের সীমানা ছাড়িয়ে আমার আর যাওয়াই হয় না ।
ফিরে পাই একে একে সবকিছু হারালেই ফিরে পাই,
তোমাকেই ফিরে পাই চেতনার বিশুদ্ধ আলোকে ;
ভালোবাসা আলো ছাড়া কোনদিন অন্ধকার হয় না ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।