আসা আর যাওয়া নিরন্তর চলছে চলছে,চলবেও কিন্তু কিছু চলে যাওয়া জীবনকে শূন্য করে যায়
তারপর শূন্য হতে হতে বিন্দুতে মেলায় কিন্তু ক্ষতটা আমৃত্যু থেকে যায় হয়তো ভুলে থাকি অন্তত থাকার চেষ্টা করি,এরই নাম জীবন,শেষ অঙ্ক মৃত্যু।।জীবন -মৃত্যুর মাঝের অনেক অঙ্ক না মেলা খারাপ লাগা গল্পের রেশ শেষ দিন পযর্ন্ত বর্ষার কালো মেঘের পিছনে থেকে যায়।।যেমন ইন্দিরার মৃত্যু,নেতাজীর রহস্য,টাইটানিক ডুবে যাওয়া মানুষের যন্ত্রণা,যেমন আজ অকালে চলে গেলেন ইরফান যেমন কখনো অকালে আমাদের হারিয়ে যাওয়া আত্মীয় প্রিয়জন।।এভাবেই আত্মস্থ করতে শিখি,এভাবেই জীবনকে একটু একটু করে এগিয়ে দিই মৃত্যুর দিকে।।জীবনের ফেলে আসা পরিযায়ী স্মৃতিরা হাসায় না,সুখ সঞ্চয় করে রাখে না, ঠাকুরমার ঝুলি থেকে বেড়িয়ে আসা সাদা মেঘের জল শ্রাবণের মতো ঝরায় ।।মৃত্যু তো মৃত্যুই,জীবনের গল্প শেষ হয়,মৃত্যু বার্ষিকী পালন করা সময়ও একদিন অবহেলায় থমকে দাঁড়ায়।।