T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মহুয়া দাস
by
·
Published
· Updated
হে পিতঃ
এক একটি শোক
এক এক করে গ্রাস করছে,
আর প্রতিদিন তুমি
কিভাবে যেন বেজে ওঠো।
ওই উত্তরায়ণ পেরিয়ে
সূর্য ঢলে পড়ছে পশ্চিমে।
শ্যামলীর পাশে লতিয়ে উঠেছে যে বনলতা
তার ফুলগুলো তোমারই পছন্দের রং নিয়েছে।
নীলমণিলতার মত চলন।
আশ্রমের শিশুবিথীকায়
লেগে আছে তোমার অভিমান।
তোমার আংরাখার মতই রং যেন।
তাই বুঝতে পারি।
ধ্যানগম্ভীর বটগাছখানি
অনন্ত বাণী রেখেছে হৃদয়ে।
আজ পঁচিশে বৈশাখের
সূর্যকিরণ
যখন ছুঁয়ে দেবে তোমার দেহলী
তখন তুমি কি হেঁটে যাবে না
ধীরপায়ে আশ্রম পেরিয়ে
ওই উপাসনাগৃহে?
হে ঋষি , শুদ্ধ হতে দাও আমাদেরও আজকের দিনে।
শক্তি দাও সইবার
এ দুঃসময় যেন পেরিয়ে যেতে পারি।
হে পিতঃ, ওই লালমাটির পথে পথে মিশে ছিল
তোমার যে শোক
তা চুঁয়ে চুঁয়ে রক্ত ঝরে আজও।
তোমার হেঁটে যাওয়া পথে
আমাদের আয়ু যাক মিশে।
হে পিতঃ,
তোমাকে প্রণাম।