|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় মলয় দাস

তীর্থভূমি
বাংলা হেঁটে গিয়েছিল ভারতবর্ষ ছুঁয়ে পৃথিবীর হৃস্পন্দনে,তুমি কি সেই স্পন্দন শুনতে চাও? তোমার হৃদয়ে তুমি কি খুঁজে ফেরো সেই পরশ পাথর, তবে ভ্রমণ করো তীর্থভূমি সেখানেই খুঁজে পাবে তোমার চাওয়া পাওয়া সুখ দুঃখ ভালোবাসায় যেখানে জীবনের ত্রিবেনী সঙ্গম যেখানে সব অনুভূতি লেখা আছে বুকের পাঁজরে।।পৃথিবী হেঁটে ফেরে ভারতবর্ষ ছুঁয়ে বাংলায়,হাতে সঞ্চয়িতা গলায় নোবেল মাথায় রাজমুকুট,ঈশ্বরের আসন পাতা ছাতিম বৃক্ষের তলে।।