কবিতায় মধুমিতা ধর

ডাক পেয়েছি
স্টীমার ভেরার খানিক আছে বাকী
নদীর জলে তিরতিরে এক কাঁপন
অপেক্ষাতে দাঁড়িয়ে আছি তীরে
আকাশ জুড়ে গোধূলি রঙ যখন।
জানিনা কোন অজানা এক বাঁকে
পৌঁছে দেবে বলেই দিল ডাক
পিছনে থাক্ উপচে পড়া স্মৃতি
ইচ্ছেগুলো স্রোতেই ভেসে যাক্।
চোখ ফেরালেই দুরন্ত সুখবেলা
মনের মাঝে আকাশটা ছুঁই ছুঁই
ঘড়ির কাঁটা দখল নিল যখন
অস্ফুটে সব মনের কথা কই।
রাতের তারায় স্বপন বাঁধে বাসা
উড়ান ডানায় বেপরোয়া জীবন
নক্সীকাঁথায় গল্পে লেখা ছিল
অথৈ নদীর তৃপ্ত অবগাহন।
সময় কালের ঘন্টা বাজে ধীরে
কোন গরজে রাখব ঘাটের খবর
স্মৃতি ঝাঁপি আগলে রাখি তবু
এবার বুঝি ডাক্ দিয়েছে সাগর।