আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ মাথুর দাস

দুঃসময়
বাজেট করে চলতে গিয়ে
যা জেট গতি দাম বাজারে !
রকেট বেগে পকেট কাটে
হা-হুতাশের ড্রাম বাজা রে ।
নিত্যদিনের জিনিসগুলোর
দাম দেখে যায় পিত্ত জ্বলে,
চিত্তটি হায় শুধু লাট খায়
অনুশোচনায় কৃত্য ফলে ।
ঋণজর্জর দিন চলে যায়
চিনতে সময় থাকেই বাকী,
কিনতে জীবন কীসের দামে
ক্ষীণ সঞ্চয় বেবাক ফাঁকি !