কবিতায় মীনাক্ষী চক্রবর্তী সোম

হৃদয়খামের কথারা
মনের কথা সাজিয়ে লিখব ভেবে
কেটেছে কত নীরব বসন্ত
অদম্য আশাগুলো অপেক্ষায় প্রহর গোনে
যদি আসে ললিত সময় কখনো।
ভালোবাসা আসেনি কোন দিনক্ষণ মেনে
জানেনা সে কোন বাধাপ্রাচীর
অন্তঃসলিলা প্রথম প্রেম বয়ে যায়
জীবন প্রবাহে নিরন্তর
বলা হলনা কতটুকু ভালোবাসি
শোনা হলনা মিলনের পদাবলি
হৃদয়খামের কথারা ঝরে গেল অনাদরে
সঞ্চিত কুড়িয়ে পাওয়া অবশিষ্ট দিনগুলি॥