ক্যাফে কাব্যে মৌসুমী চট্টোপাধ্যায় দাস

যুক্তির স্বর
ফাটলো বাজি এমন জোরে
প্রাণভয়ে যায় ছুটে
ট্রেনিং ভুলে পুলিশ ঘোড়া;
অবশ্য রংরুটে।
ইডেন সেদিন খচখচাখচ
ভর্তি ছিল, জানা;
সামলাতে ভিড় ওই ঘোড়াদের
ডিউটি দিতে আনা।
জিতলো ভারত, জয়োচ্ছ্বাসে
ফাটলো দেদার বাজি,
জন্তুগুলোর কান বড়?
না বেজায় রকম পাজি?
ছুটতে গিয়ে ধাক্কা খেয়ে
যানবাহনের সাথে
একটি ঘোড়া পড়ল সপাট,
আহত, ফুটপাথে।
প্রাণ হারালো পুলিশ ঘোড়া,
শব্দ দানব জব্দ
কে করবে? জনতা হতাশ,
যাচ্ছে কেটে অব্দ।
ডিজের জ্বালায়, বাজির ঠেলায়
উৎসবে আতঙ্ক,
দূষণ পুলিশ যাচ্ছে ভুলে
ডেসিবেলের অঙ্ক।
(০৫/১১/২৩ তারিখে ইডেনের কাছে ভয়েস অব রিসনের মৃত্যু এই লেখার তাগিদ)