T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় মৌসুমী চট্টোপাধ্যায় দাস

চল যত্নে ফিরি
চল আবার বর্ণপরিচয়ে ফিরি।
আবার সহজপাঠেই।
নিজের ভাষাকে ভুলেছে আমার ভাই বোন,
কার অভিশাপে?
কোনো বিদেশি মাধ্যমে তো ওদের হাতেখড়ি হয়নি।
আপনার আমার পাড়ার স্কুলে
ওদের আমি যেতে আসতে দেখতে পাই।
জানেন তো, ওরাও শুদ্ধ বাংলা লিখতে পারছে না।
গড়গড় করে পড়তে পারছে না ‘পথের পাঁচালি’ বা ‘পাণ্ডব গোয়েন্দা’।
বানান বিধির বিধি বাম হয়েছে!
গানের জন্য যেমন রেওয়াজ, সুস্বাস্থ্যর জন্য যেমন ব্যায়াম
তেমনি ভাষার জন্য শানাতে হয় কান।
ঠোঁট আর কানের সংগত তৈরি করে নিবেদিত মন।
আঙুলে পেন্সিল ধরতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
ছক কাটা কাগজ থেকে ছক ভাঙা নিজস্ব লেখনশৈলী।
ওরা ধৈর্য্য হারিয়েছে।
নিজের ভাষায় নিজের আকুতি জানাতে তোতলাচ্ছে ফাস্ট ফুড প্রজন্ম।
কার অভিশাপে?
চল ঘরে ঘরে শুরু করি মাতৃভাষা বাঁচাও আন্দোলন।
সকাল সন্ধ্যা আবার মুখরিত হোক কচিকাঁচার সরব পাঠে;
ব্ল্যাকবোর্ড, দেওয়াল পত্রিকা সুসজ্জিত হোক মুক্তাক্ষরে।
মুছে যাক সমাজমাধ্যমে অপুষ্ট অসহ্য মাতৃভাষা চর্চা।
মাতৃভাষাকে অতি আদরে রেশম কাপড়ে মুড়ে
পাঁজরের কাছটাতে যত্নে রাখি সব বাঙালি ভাই বোন।