ক্যাফে কাব্যে মৌসুমী চট্টোপাধ্যায় দাস

যেমনটি চাই
এই যে তালের সারিতে সারিতে মেঘ রোদ্দুর খেলা,
এই যে সাগর ফেনিল সবুজ বিস্তৃত বালুবেলা,
এই যে সোনার রবিরংমাখা হিমেল পাথর চূড়া,
ওই দেখছো না, খাদানের হাওয়া ওড়ায় কয়লা গুঁড়া।
ধাপ কেটে কেটে কি পরিশ্রমে পাহাড়েই জমি গড়ে
চাষী তার প্রিয় বীজ বুনে দেয় খিদেকে পেটেতে ধরে।
নদীধারা ওই বইছে, দেখেছো, উঁচু নিচু দূরে ঘুরে,
জেলেভাই খোঁজে রূপালী ফসল তার সীমারেখা জুড়ে।
লালমাটি পথে বাঁশিওয়ালা ডাকে দিনের খাটনি শেষে,
উট সারি চলে, রুখা মরুবালা ছাড়ে তার গলা হেসে।
ধানে পাটে গমে জোয়ারে তিসিতে মাটি আবরণ পরে,
মোমবাতি ধূপ দীপ জ্বলে চার্চ মন্দির গুরুদ্বারে।
ঈদে রাসে পোঙ্গল দেওয়ালিতে আলোকিত হয় মন,
এই আমাদের চাওয়ার ভারত, বহু সাধনার ধন।
নারীরা সমান সম্মান পায়, সব শিশু পায় কোল,
দূষণ তো নেই, পুরাসৌধরা অক্ষত ও অটল।
স্বপ্ন দেখছি! হয়তো সেটাই, কিন্তু সে ভাবনায়
বহু মনীষীর কঠিন লড়াই, ত্যাগ পূর্ণতা পায়।
এই সুন্দর ভারত আমার, আরও সুন্দর হোক,
কুসংস্কার বিভেদ লড়াই ভুলে যাক তার লোক।