|| রাঙিয়ে দিয়ে যাও সংখ্যায় || মানস চক্রবর্ত্তী
by
·
Published
· Updated
মধুর বসন্তে
বসন্ত এলে মন অশান্ত হয়
আমার চমৎকার সব রাত্রিদিনগুলো
কেমন এলোমেলো হয়ে যায় ,
চিঠির বদলে রুমাল
ঘড়ির বদলে কলম
আমি এতো কেনো ভুলে যাই
অনিন্দিতা , বসন্তে আমি এতো কেনো ভুলে যাই!
বিকেল পাঁচটার গোপন ঠিকানা
চিরকুটে লিখতে ভুলে যাই
আমি চলে যাই ভুল ঠিকানায়
অনিন্দিতা বসন্তে আমি উদাসীন কেনো সন্ধ্যেবেলা !
হঠাৎ বিকেলে চেঁচিয়ে উঠি ‘অনিন্দিতা অনিন্দিতা |’
অন্য মুখের ছায়ায় ঢাকা পড়ে আনন্দ বিহ্বলতা
আমি ফাগুনে আগুন জ্বালি
ভুলে যাই স্পর্শকাতরতা
অনিন্দিতা তুমি আমার সর্বস্বতা
জ্যোৎস্নায় আমি ভুলে যাই আমার নিজস্বতা |
তুমি আমার চোখ বাঁধো ,
হাত ধরো , আমাকে ছুঁয়ে থেকো ,
আমাকে ভুলিয়ে দাও ভুলের থেকে
অনিন্দিতা আমাকে শিখিয়ে দাও
বসন্তে উদাসীনতার গোপন আস্তানা |