গুচ্ছ কবিতায় মালা চ্যাটার্জ্জি

শিশির
১
শিশির এসে পড়েছে ঘাসে,
সেখানে শিশির বিন্দু আলো হয়,
এই সৌন্দর্যের শোভার খেলা শব্দ করে না,
দীপ জ্বালার দৃশ্যে ঘাসে, বিস্ময়ে চেয়ে থাকি,
ভোরের কুয়াশার শরীরে…
এটুকুই বিস্মৃতি ,
বাকিটুকু পড়ে থাকা ঝরাপাতা….
২
অপরূপ
দীপ জ্বলে আছে ঘাসে
তাই দৃষ্টি ফেরাতে না পেরে ওখানেই চোখপাতি
ভোরে,
সময়টি শীতের সকাল….
৩
শিশির বিন্দুরা ঘাসের উপরে পড়ে দীপ হয়ে গেছে,
আমি দু‘চোখ দিয়ে সেই দীপ জ্বলা দেখি
নতুন স্বপ্নেরা আলো জ্বালে
কুয়াশা রং শাড়িতে আজ শিশিরবিন্দু দেখা হল।