T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় মানস চক্রবর্ত্তী

উষ্ণতা বাড়লে
এখন সন্ধ্যেগুলো কসাইএর মতো
শীতের আলস্যের মতো জড়োসড়ো হয়ে আছে সম্মতি
নিরবতার কাছে বসে আছে বসন্ত
তবুও পাতাগুলি নেচে ওঠলে উষ্ণতা বাড়ে
হলুদ ফুলগুলি ফুটে ওঠলে উষ্ণতা বাড়ে
তখন সাধনার সময়
তখন দারুচিনি দ্বীপে প্রজাপতি উড়ে
তখন অপেক্ষা আর একটি বৃষ্টি উৎসবের ….