আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ মৈত্রেয়ী চ্যাটার্জী

বঙ্গ মায়ের ভাষা
কি ভাষায় বলব মাগো?
সেই গুমোট মলিন গাঁথা!
বঙ্গবাসী ভুলে গেছে খাঁটি বাঙালীর ভাষা।
ভাষা দিবসের বাংলা ভাষা গভীর সংকটে!
হারিয়ে গেছে মাতৃভাষাই কালের দাপটে।
কত শহীদের রক্ত ঝরেছে ভাষার আন্দোলনে,
তবু সবাই বলে টোয়েণ্টি ফার্স্ট
‘একুশ’ বলে কজনে?
বিদ্যাসাগর শিখিয়েছিলেন বর্ণ পরিচয়,
নারী শিক্ষার আলোয় হয়েছে সবার বোধদয়।
ভাষার বাতাস দূষিত আজ বঙ্গ মায়ের কোলে,
হারিয়ে গেছে মাতৃভাষা বিদেশী ভাষার ঢলে!
তাই গর্জে উঠুক প্রতিবাদী ভাষা আজ একুশের তরে,
মাতৃভাষার স্থান হবে ফের বিশ্বের দরবারে।
বীর শহীদের রক্তে লেখা একুশে ফেব্রুয়ারি
এমন দিনে বাংলা ভাষার সার্থকতা গড়ি।
মধুর আমার মায়ের ভাষা বাংলা ভাষা রবে,
সরস্বতীর চরণ ছুঁয়ে শ্রেষ্ঠ আসন লবে।