কবিতায় মলয় চ্যাটার্জী
বিদ্রোহী প্রেম
সকাল হলেই অব্যক্ত প্রেম
মাথার মধ্যে বিদ্রোহী হয়ে ওঠে।
লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এলো বলে,
বন্ধ চোখে তখন আমার ভীষ্ম প্রতিজ্ঞা।
বুকের বাঁকে বাঁকে, সুপ্ত ভিসুভিয়াসের শিহরণ।
সে সামনে এলো, এলো চুলে
সদ্য স্নান শেষে;
কপালের বিন্দু বিন্দু জল গড়াচ্ছে গালে।