কবিতায় মৌমিতা চ্যাটার্জী

কাগজের স্বপ্ন
একটা নিজের মানুষ চাই।
খানিকটা হঠাৎ উড়ে আসা মেঘের মত,
অবাধ্য বৃষ্টির পরে নির্ঝঞ্ঝাট রামধনুর মত।
একটা গোপন কথার মানুষ চাই।
একটা মানুষ চাই,
নীল চাঁদোয়ার এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাওয়া একঝাঁক বুনো হাঁসের ডানায় লেপ্টে থাকা আলতো সিঁদুরের মত,
যে যাবার আগে এগিয়ে এসে কপালে নরম শুরুর কবিতা লিখতে লিখতে বলবে,
“আবার ফিরব। আজ আসি!”
সেই মানুষটাকে চাই,
নিঃসঙ্গ চৌকাঠ পেরলেই যে স্বচ্ছন্দে এগিয়ে দেবে উষ্ণ মুঠো, পেতে দেবে ভরসা বুকের ওম।
অনেকদিন স্বপ্ন দেখা হয় না অক্ষরের ঠোঁটে ঠোঁট রেখে।
একটা নিজের মানুষ পেলে শ্রীহীন জলছবির গায়ের নদীটা জাগবে।
আবার ভাসবে ফেলে আসা কাগজের নৌকা।
সময়কে গুছিয়ে রাখার মত একটা ভীষন নিজের মানুষ চাই।