অনিন্দিতার চোখে জল
সান্ত্বনা , ভৎর্সনা , সন্তাপ ?
আমি কি পেরিয়ে গেছি নিয়ন্ত্রণ সীমারেখা ?
জল , টলমল জল ,
অশ্রু এবং নদী
এঁকে দেয় বিষণ্ণ বিস্মৃতি |
আমার হৃদয় এখনও উন্মুক্ত
শ্বাস নেয় শালের মঞ্জরি
এখনও দুঃখ দুপুর
হৃদয়ে উৎরাই ভরপুর
এখনও শিহরণ স্পর্শ চন্দন |
চলো অনিন্দিতা ভ্রমণে যাই
ছায়াছন্ন গোধূলিতে আবার জানাই
রোমাঞ্চিত কৃতজ্ঞতা ,
চলো অনিন্দিতা ভ্রমণে যাই |
ঘন মুগ্ধতায় গান গাই
আজ গান রজনীগন্ধার জন্য
আজ গান ঝরে পড়া জ্যোৎস্নার জন্য
আজ গান বেলা ফুলের মতো বাল্য স্মৃতির জন্য |
চলো অনিন্দিতা বাউল হয়ে যাই
তুমি বাউলানি
ভর সন্ধ্যেবেলায় একতারায়
আমি জেগে রব তারাটির মতো চাঁদের জ্যোৎস্নায় |