T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মানস চক্রবর্ত্তী

বৃষ্টি পতনের শব্দ

বৃষ্টি পতনের শব্দ
আমাকে অভিমানী করে দেয় ,
পথে পড়ে থাকা বাতাবীর ফুল
উড়ে চলে যায় বাতাসে ,
নৈশ চাঁদ এখন নৈমিষারণ্যের মতো একা
আমার বাড়িটি ফাঁকা
বাড়িটির পাশে আকাশ , মেঘ , শালিক আর সারি সারি দেবদারু শাখা |
আমার এখন মনে পড়ে বিকাল এবং বিদায় |
সব দৃশ্য ভোজবাজি
সব দুঃখ তাৎপর্যহীন
সব ক্ষণ ক্ষণিক
আমি মেনে নিতে পারিনি |
সব ক্ষণ সৃষ্টিক্ষণ
আকাশের দিকে , বৃষ্টির দিকে তাকিয়ে
আমি এখনও স্মৃতিহীন হতে পারিনি ,
বৃষ্টি পতনের শব্দ
আমাকে অভিমানী করে দেয় |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।