সাতে পাঁচে কবিতায় মনোজ চৌধুরী

ঘর
ঘর ছেড়ে চলে যেতে হবে একদিন
সময়ের ব্যবধানে সকলকে
ধন গাড়ি-বাড়ি সংসার সমস্ত ঋণ-
ছাই হয়ে যাবে বিন্দু পলকে।
বিচিত্র এ পথে নিঃসঙ্গ আনাগোনা
শূন্য হাতে যেতে হয় ফিরে,
আমরা ভাড়াটিয়া!শুধু পরিচালনা-
করে ফিরি এ ঘরের দ্বারে।
তুমি কি ভাবছো?এটাই তো নিয়তি
তোমার আমার কিছুই নয়,
ঠিক,তিলে তিলে হঠাৎ বিদায় গতি-
এসে বলবে মৃত্যু জয় জয়।
এ ঘর ক্ষনিকের। তুমি অধঃকৃত-
সমস্ত ই হবে তোমার পর-
স্বল্পমেয়াদী ভালোবাসা আবৃত….
স্বল্প জীবন নিবারণ এ ঘর ।