• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান মলয় চ্যাটার্জী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার   

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৭
বিষয় – জ্যৈষ্ঠের দাবদাহ / পাহাড়ী ঝর্ণা

আঁজলা

নদীটির পাহাড় ছোঁয়ার শখ ছিলো,
নিজেকে শুদ্ধ করে আঁজলা ভরে জল রেখে যেতো নিয়ম করে।
পাহাড়টির ঝর্ণার গান ভালো লাগতো,
সমস্ত হৃদয়ের শিরা উপশিরায় চলতো অপেক্ষা নদী।
ঝর্ণার জন্যে ফোটাতো বনফুল, পাখিদের জলসা বসাতো নিয়ম করে;
প্রজাপতির ডানায় ডানায় ঢেলে দিতো আবির।
ঝর্ণা সে বৃষ্টির কথা শুনতে চাইতো,
রিম ঝিম তরলিত তরঙ্গে; বৃষ্টির জন্যে হৃদপিন্ড শুকিয়ে বসে থাকতো সে।
হঠাৎই একটি ঊষর দিন-
চুপিচুপি হানা দেয় উগ্র কালো জটা মেঘ, তীব্র তার চকিত চাহনি
বীভৎস হাসিতে বিদ্যুতের ঘনঘটা;
মেঘ ভাঙা বৃষ্টিতে অশনি পর অশনি।
ঝর্ণা এক নিমেষে পাহাড় কে ছুড়ে ফেললো নদীতে,
পাহাড় বিদীর্ণ; বুকে পিঠে শিরা উপশিরায় নদীর খরতার চিহ্ন।
একটি বৃষ্টি দিনে-
ঝর্ণা এখন পাহাড়ের বুকে, পাহাড় নদীকে ভালোবেসে বৃষ্টির ঝুমুর গানে;
আর নদী-
বুকে আজও পাহাড় পাহাড় গন্ধে সেই খরস্রোতা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।