কবিতায় মৌমিতা চ্যাটার্জী

আবার আসব ফিরে
আমাদের একদিন ঠিক দেখা হবে।
ঝড়ের শেষে।
সেদিন কোকিলের নতুন সুরে স্থবির হবে ঝরা বকুল,
মিটি হেসে চাঁদ বিছিয়ে দেবে শীতলপাটি।
যোজনগন্ধার চোখের ফোঁটা মুক্তোয় ভিজে যাবে লক্ষ কোটির খরা।
আমরা সেদিন বুক থেকে জংধরা মলাটের, অভিমানী পাথর সরিয়ে আঙুলের আগায় বাঁধব নতুন গান, ভুলে যাব নির্মম যুদ্ধের হৃষ্টপুষ্ট ক্ষতের বিষণ্ণ দাগ।
তুমি নীল মোহনার ছলাৎ ঢেউ বেঁধে দেবে আমার চিরচঞ্চল পায়ে।
তারপর, দুটো প্রত্যাখ্যাত কুল হারানো নদীতে আসবে আন্তরিক জোয়ারের যৌবন।
একদিন আমাদের ঠিক দেখা হবে।
পুনর্জন্মের চৌকাঠে।
একান্তে।