কবিতায় বলরুমে মঞ্জুশ্রী চক্রবর্তী

বসুধৈব কুটুম্বকম্
তোমার আমার ঠিকানা লেখা সে খাম
গঙ্গায় ভেসে বুড়িগঙ্গায় করবে স্নান।
তারপর অস্ত রবির রাগে নীল, কঙ্গো পেরিয়ে
মিসিসিপির জলে রক্তিম শুভেচ্ছা হয়ে
মিশে যাবে বহু হৃদয়ের স্রোতে…
ঠিকানা তখন কাঁটাতারহীন পৃথ্বী,
একটিই দেশ, একটিই তার নাম।
মন ছুঁয়ে মনে চিঠি পৌঁছবে ঠিক।
সাদা কালো এই অমর স্বপ্নগুলো
একদিন পাবে হলুদ সবুজ জামা,
দেওয়া-নেওয়া আর মিলনের রঙে রাঙা।
আত্মার ঘরে আত্মীয় হবে জমা।