খেতাবের পরোয়া নেই , নেই কোনো পালক।
আমার বারান্দার গ্রিলে ভিজে পালকে যে দোয়েলটা
এসে বসে তার কোনো ভ্রূক্ষেপ নেই ।
কে তাকে দেখছে
অথচ যে যেখানেই থাকুক তার শীষে সকলেই একবার দেখার চেষ্টায় থাকে।
সেই দেখার মাঝে চোখের পলকে বাতাস বয়ে যায়।
ওই বাতাসের ও কোনো নাম নেই
শুধু অনুভবে তার আগমনে ভালোবাসার দিনটাকে বড় করে দেয়।
দিন গড়িয়ে বছরের ঋতু বৈচিত্র্যের প্রতিটি মুহূর্ত আমি সযত্নে তুলে রাখি তাজমহলে।
এমনই এক বর্ষার মেঘ নেমে এসে যখন ভিজিয়ে দেয়
তখন সমস্ত রাগ ক্ষোভ হিংসা ধুয়ে
এক পরিপূর্ণ প্রেমের জন্ম হয়।