|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

শুদ্ধজল
মানসপটে ছিটিয়ে দাও শুদ্ধজল ।
জলে জলে দীর্ঘ সম্পর্কের আড়ালে রঙিন প্রজাপতির আর্তনাদ।
হেমন্তের নরম বাতাসে জড়ানো অনেক হেলাচ্ছেদ্যা।
তবু বিশ্বাস করুন সব উপেক্ষা উতরিয়ে একদিন ঠিক লেখা হবে শিরোনাম।
চোদ্দ প্রদীপের আলোয় চারপাশ ভরে উঠবে।
শ্যামা মায়ের আরাধনায় শুদ্ধজলে ঢেউ খেলে যাবে।
ভোরের ঠান্ডা, দুপুরের গরম উপেক্ষা করে শ্যামাপোকা আলোর দিকে ছুটছে
অথচ বাবুই খড়কুটোয় বাসা বানিয়ে সংসার সংসার খেলায় জোনাকির আলোয় আঁধার ঘুচিয়ে নিচ্ছে ।
দূরের পর্বতের শিশিরবিন্দুর চোখে থাকবে না কোনো ধোঁয়াশা ।
তারা সেজে উঠবে সবুজ উত্তরীয় আর একাডেমী পুরস্কারে।।